ছবি: সংগৃহীত
এবার ইসরাইলি ট্যাংক থেকে ছোড়া শেল আঘাত হেনেছে মিশরীয় সীমান্তে। এতে বেশ কয়েকজন মিশরীয় সীমান্তরক্ষীসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনী এই ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে। খবর আলজাজিরার।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুলবশত মিশরীয় অবস্থানে আঘাত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
মিশরীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কতজন কর্মী আহত হয়েছেন তা জানাননি।
Like this:
Like Loading...
Share News