চাটখিলে সকল ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
আপডেটঃ :
শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
চাটখিলে সকল ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা
মোঃ মনির হোসেন সোহেল
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীসহ সকল সুবিধা ভোগী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ১১ অক্টোবর (শনিবার) সকাল ১১ টায় সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজাদা ইকবাল রিপন এর সঞ্চালনায়,সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামী লীগ সভাপতি, একটিভ গ্রুপের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ খোকন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ইউপি সদস্য জহীরুল ইসলাম হীরন ভুঁইয়া,
সোমপাড়া বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি
গোলাম রহমান মামুন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, সাবেক উপজেলা ছাত্র লীগের আহবায়ক রাজীব হোসেন, মোহাম্মদ পুর (পশ্চিম) যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সিপন ইকবাল, সাবেক ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাসেল আহমেদ ও সাবেক সোমপাড়া কলেজ ছাত্র লীগের সভাপতি আরিফ হোসেন।