না ফেরার দেশে শিক্ষক ও সমাজসেবক কালু মাষ্টার, রাষ্ট্রীয় মর্যাদায় দাপন
দীর্ঘ সময় ধরে শিক্ষকতা ও সমাজসেবা করে সাদা মনের মানুষটি মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ছায়েদুর রহমান কালু মাষ্টার।
তিনি একাধারে খিলপাড়া বনিক সমিতির সহসভাপতি, খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ছায়েদুর রহমান কালু মাষ্টার (৮০) ১৬ ডিসেম্বর (শনিবার) রাত ৮.২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টায় হাজার হাজার মুসল্লীদের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখলা-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, ওহাব তৈয়বা হাসপাতালে ইনচার্জ আবুল কালাম আজাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ফয়সাল, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, সাবেক জিএস জাকির হোসেন বাবলু ও ছাত্র লীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন প্রমূখ।
জানাযা শেষে মরহুমকে তার পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। পরিবারে স্ত্রী ও চার ছেলে ও এক কন্যা সন্তান সহ গুণগ্রাহী রেখে যান।
জানাযার আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম ছায়েদুর রহমান কালু মাষ্টারকে সহকারী কমিশনার (ভুমি) উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়।
Like this:
Like Loading...
Share News