নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
ডেস্ক নিউজ
আপডেটঃ :
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ, অবৈধ ভাবে গাছ কাটার প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
“নোয়াখালীর সদর উপজেলার মধ্য চর শুল্লুকিয়া খাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে ও অবৈধ ভাবে মাদ্রাসার বেশ কিছু গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৪’শতাধিক বিক্ষুদ্ধ এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থীগণ।”
রবিবার সকাল ১১টায় খাসের হাট বাজারে মধ্য চর শুল্লুকিয়া খাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে তারা এ অভিযোগ করেন। এই সময় প্রধান শিক্ষকের অপসারণ ও দূনীর্তির বিচারের দাবিতে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ আলী, চর শুল্লুকিয়া খাসের হাট দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম আলী,হারুনুর রশিদ শান্ত, ইউসুফ মেম্বার ও মাদ্রাসার সহ সুপার আবদুল ছাত্তার প্রমুখ। তারা জানান, প্রধান শিক্ষক কারো অনুমতি না নিয়ে মাদ্রাসার সামনে থেকে ৩টি বড় বড় গাছ কেটে ফেলে। এতে মাদ্রাসার পরিবেশ নষ্ট হয়েছে। এছাড়া স্কুল পরিচালনায় বিভিন্ন অনিয়মের জড়িয়ে পড়ে। বিক্ষুদ্ধ শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অবিলম্বের দুর্নীতিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন। এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্যে নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও তার মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্যে দেওয়া সম্ভব হয়নি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষক গাছ কাটার কোন অনুমতি নেই। সে আমাকেও জানায়নি। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমাকে ইউএনও মহোদয়ও জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা জানান, তার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।