নোয়াখালীতে মহান বিজয় দিবস উদযাপন
নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সবাই মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন, বঞ্চনাহীন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন এ সময় অন্যান্যদের মধ্যে ভর্তি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল. জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু নবাগত পুলিশ সুপার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, নোয়াখালীতে প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার. সাধারণ সম্পাদক মঞ্জু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ সহ বিভিন্ন সংগঠনের লোকজন পরে জেলা বিএনপি’র পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নোয়াখালী পৌরসভা, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।
Like this:
Like Loading...
Share News