এ হামলায় আটজন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ফেনী জেলা বাসদের আহ্বায়ক জসিম উদ্দিন জানান, ‘তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার রাতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক মশাল মিছিলে সরকার দলীয় নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। এতে তিনি ছাড়াও সাত থেকে আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে বাসদ কর্মী কুমু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ক নয়ন পাশা, ছাত্রফ্রন্ট কর্মী কাজী সাগরের নাম জানা গেছে।’ বাসদ কর্মী কুমু জানান, ‘কোনো আলোচনা না করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডাকা হয়। হরতালের সমর্থনে জেলা বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিল বের করে বাঁশপাড়া সড়কের মাথায় পৌঁছলে সরকারি দলের নেতাকর্মীরা পেছন থেকে মশালের বাঁশ,লাঠি ও চেয়ার নিয়ে বেদড়ক পিটিয়েছে। আহতদের ফেনী জেনারেল হাসপাতাল ও উপশম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।’ তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, ‘হামলায় ছাত্রলীগের কেউ জড়িত ছিলো না।’ কে বা কারা এই হামলা চালিয়েছে তা তার জানা নেই।