• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

বিএনপি জামাতের ৩য় দফা অবরোধের ২য় দিনে নোয়াখালীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

Avatar
প্রতিদিন আমার সংবাদ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

 


আবদুল মোতালেব বাবুল


স্বাধীনতা বিরোধী জামায়াত—বিএনপির তৃতীয় দফা দ্বিতীয় দিনে অবরোধের নামে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসুচি ও অবরোধ বিরোধী শান্তি সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবর (২৩ নভেম্বর) সকাল থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, আওয়ামী লীগ নেতা ফুয়াদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিনসহ দলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে অবরোধ বিরোধী শান্তি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, যতদিন পর্যন্ত বিএনপি—জামায়াতসহ সমমনা দলের হরতাল—অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য চলবে তা রুখে দিতে ততদিন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত ও প্রতিরোধ করা হবে।

আগামী ৭ জানুয়ারি নির্বাচন সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: