স্বৈরাচরী আওয়ামীলীগ সরকার পতনের পর দেশজুড়ে এলডিপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ ই সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার অšর্Íগত আমানতপুর গ্রামের মনির উদ্দিন হাজী বাড়ীর বাসিন্দা এলডিপি নেতা সহিদুল ইসলামের বাড়িতে হামলা করে সন্ত্রসীরা। এতে তার ছোট ভাই মনিরুল ইসলাম গুরুতর আহত ও জখম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এলডিপি’র সক্রিয় নেতা সহিদুল ইসলাম দীর্ঘদিন আওয়ামীলীগের দুর্শাসন ও স্বৈর আচরণের বিরুদ্ধে কথা বলার দরুন সরকার দলীয় আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিযার্তিত হয়ে আসছেন। আওয়ামীলীগের অপ—রাজনীতি চচার্র দরুন শারিরিক ও মানসিক ভাবে আক্রান্ত হয়ে সহিদুল ইসলাম ২০১৮ সালে এলাকা থেকে পালিয়ে যান। পরবতীর্তে তিনি নানামুখী চাপে দেশ ছেড়ে আমেরিকায় পালাতে বাধ্য হন। কিন্তু আওয়ামী সন্ত্রসীরা তাদের দাপট ও ক্ষমতা বিদ্যমান রাখতে এলডিপি নেতা ও তাদের পরিবারকে সামাজিকভাবে চাপে রাখতে থাকে। সরকার পতনের পর সন্ত্রাসী বাহিনী আরো বেপরোয়া হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে সহিদুল ইসলামের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করে এবং তার ছোট ভাই মনিরুল ইসলাম ও তার মা কে বাড়িতে একা পেয়ে দেশী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মাকে বাচাতে মনিরুল ইসলাম সামনে আসলে সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে মাথায় ও পায়ে আঘাত করে। মনিরুল ইসলামের মায়ের আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আবার হামলা ও পরবতীর্তে হত্যার হুমকি দিতে দিতে পলায়ন করে। পরে এলাকাবাসীর সহোযোগতিায় মনিরুল ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। আইন—শৃক্ষলা বাহিনী আওয়ামী সরকারের অনুগত থাকায় এ ঘটনার কোন অভিযোগ বা মামলা নিতে রাজি হয়নি। আহত মনিরুল ইসলাম ও পরিবার বর্তমানে জীবনের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন।
Like this:
Like Loading...
Share News