কবির আহমেদ খোকন:
গতকাল (২সেপ্টেম্বর) রবিবার বেগমগঞ্জ উপজেলার তপাদার পোল এলাকায় জুরাইন হোসেন (৩৬) নামক এক যুবককে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। গতকাল আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে জুরাইন হোসেন (৩৬) নামক যুবক বাজার থেকে বাড়ীর উদ্দেশ্যে যাওয়ার পথে ৩/৪ জনের একদল দুর্বিত্ত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা জুরাইন হোসেনের পায়ে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে প্রচুর রক্ত ক্ষরণ হয়ে যুবক অজ্ঞান হয়ে যায়। এসময় আসে পাশে থাকা পথচারীরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান মাথা ও পা থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রোগীর অবস্থা গুরুতর। স্থানীয় সূত্রে জানা যায়,জুরাইন হোসেন (৩৬) এলডিপি’র সামনের সারির সক্রিয় কমীর্ ছিল। স্বৈরাচার সরকারে ফ্যাসীবাদী কর্মকান্ডের বিরুদ্ধে কাজ করায় তৎকালীন আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের বিরাগ—ভাজন হন। পরবতীর্তে তার রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করার লক্ষে অতীতেও তার ও তার পরিবারের উপর প্রকাশ্য হামলা ও বাড়ি—ঘর ভাঙ্গচুর করে ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রসীরা। বস্তুত শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আইন— শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়। প্রশাসনের নিরব ভূমিকা সন্ত্রাসীদের আরো উস্কে দিচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী জানায়, কোন ঠাসা আওয়ামী সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে ছাত্র আন্দোলন কে নস্ট করতে। এখন এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতে এসব অস্ত্র দিয়ে এলডিপি সহ অন্যান্য দলের নেতা—কর্মীদের উপর হামলা করছে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী। আহত যুবক জুরাইন হোসেন বেগমগঞ্জ উপজেলার আমনতপুর গ্রামের মনির উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা আবদুল ওয়াবের সন্তান। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা থেকে কোন বিবৃতি রাজি হয়নি।
Like this:
Like Loading...
Share News