ছবি: সংগৃহীত
বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করলেও পরবর্তীতে টানা তিন ম্যাচ হেরে বিপাকে পড়েছে টাইগাররা। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ক্ষীণ বলছে দেশের ক্রিকেট সমর্থকরা। তবে বাস্তবতা বলছে এখনও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার। অবশ্য এর জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে সাকিব বাহিনীকে।
ইতোমধ্যে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড অবশ্য ম্যাচ খেলেছে পাঁচটি করে। চার ম্যাচ শেষে বর্তমানে পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান ছয়ে। এই চার ম্যাচে সাকিবদের জয় কেবল একটিতে। স্বস্তি মূলত অন্য জায়গায়। কেননা চার ও পাঁচে থাকা অস্ট্রেলিয়া এবং পাকিস্তান জয় পেয়েছে দুইটি করে। তাদের নেট রান রেটও রয়েছে মাইনাস ফর্মূলায়।
টাইগারদের বর্তমান নেট রানরেট -০.৭৮৪। শেষ চারের টিকিট নিশ্চিত করতে হলে টাইগারদের অবশ্যই জিততে হবে নিজেদের বাকি পাঁচ ম্যাচ। এখন প্রশ্ন বাকি সব ম্যাচ কি জিততে পারবে পাকিস্তান। এবার উত্তরটা হতে পারে না। কেননা সামনে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দল।
যদিও বাংলাদেশের দলের চার ম্যাচের পারফরম্যান্স মোটেও সুখকর নয়। আফগানিস্তান ম্যাচ বাদ দিলেও স্বস্তির নেই কিছুই। এছাড়াও সাকিব-তাসকিনের ইনজুরি বাড়তি চিন্তার কারণ। সবমিলিয়ে সেমিফাইনাল খেলার আশা কেবল মাত্র খাতা কলমেই। বাস্তবতা বলছে বাংলাদেশের এক পা ফিরেছে মিরপুরে।
Like this:
Like Loading...
Share News