• শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
গৃহবধু উম্মে সালমা (৩১) ও তার ৭বছর বয়সী সন্তান ফারহান হাসিব

আবু তাহের (রামগঞ্জ)


লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু উম্মে সালমা (৩১) ও তার ৭বছর বয়সী সন্তান ফারহান হাসিবকে উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গৃহবধুর প্রবাসী স্বামী ফরিদুল আলম বাবুল রামগঞ্জ থানায় গত ২৯সেপ্টেম্বর নিখেঁাজ ডায়েরী করার পরও ১লা নভেম্বর বুধবার পর্যন্ত তাদের কোন সন্ধান দিতে পারে নি পুলিশ। উম্মে সালমা ও ফারহান হাসিব উপজেলা ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী ফরিদুল আলম বাবুলের স্ত্রী ও সন্তান । গত ২৪ বছর ধরে সৌদিতে আছেন তিনি। রামগঞ্জ থানা পুলিশের এসআই ইউসুফ বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধু ও সন্তানদের উদ্ধারের জন্য কোন কুল কিনারা করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জে এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে উম্মে সালমা (৩১) নামে এক গৃহবধূ। সাথে তার ৭ বছর বয়সী ছেলে ফারহান হাসিবও নিখোঁজ রয়েছে। প্রবাসীর স্ত্রী উম্মে সালমা দেশের বাড়িতে এবং মাঝেমধ্যে ঢাকার তুরাগে সন্তানকে নিয়ে ফ্লাট বাসায় ভাড়া থাকতো। মাঝেমধ্যে বাবুল দেশে আসতো। গত ২৭ সেপ্টেম্বর সকালে তার স্ত্রী উম্মে সালমা ও ছেলে হাসিব নিরুদ্ধেধ হয়ে যায়। এরপর তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। গত এক মাস ধরে তারা মা—ছেলে নিখোঁজ রয়েছে। কোথায় আছে তার আত্মীয়—স্বজন কেউ জানে না৷
এব্যাপারে প্রবাসী ফারুক বলেন, আমি এখন সৌদিতে আছি। ২৭ সেপ্টেম্বর আমি সাতদিনের ছুটিতে দেশে যাই। সৌদি আরব থেকে দেশে এসে আর স্ত্রী—সন্তানকে না পেয়ে বেশ বেকায়দায় আছি। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাদের পাওয়া যায়নি৷
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নিখোজ ডায়েরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সম্ভাব্য সকল জায়গায় গৃহবধু ও তার শিশু সন্তানকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: