শেখ আশিকুন্নবী সজীব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
বৃহস্পতিবার বিকেলে শহরের জহিরিয়া মসজিদ চত্বরে মিছিলের আগে জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্দলীয় জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, ঠিক সেই মুহুর্তে ফ্যাসিবাদী সরকারের নির্দেশে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জাতিকে চরমভাবে হতাশ করেছে। অবিলম্বে তফসিল বাতিল করা না হলে যেকোন পরিস্থিতির জন্য শেখ হাসিনার সরকার দায়ী থাকবে ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু,সহ-সভাপতি মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ভুঁইয়া, সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোছাইন পাটোয়ারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী,বামুকের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মকসুদ মিয়াজী,যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সালাহুদ্দিন আইয়ুবি, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচএম নুরুজ্জামান।
নেতৃবৃন্দ বলেন, সরকার এই ইসিকে দিয়ে একতরফা নির্বাচন করতে চাচ্ছে। বিরোধী আন্দোলনকে সহিংস আখ্যা দিয়ে দমন করতে চেয়েছে। সরকার একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতার বৈতরণি পার হতে চায়। জনগণ এবার তা গ্রহণ করবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আগেও হয়নি, আগামীতেও হবে না। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
Like this:
Like Loading...
Share News