জাহাঙ্গীর পাটোয়ারী
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অগ্নিকান্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার রাত ২টার সময় উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম কাবিলপুর নেতার দোকান নামকস্থানে এ ঘটনা ঘটে। ২ ঘণ্টা স্থানিয় লোকজনের চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থ মার্কেটেরে মালিক আবদুল মান্নান জানান, রাত ২টা সময় হটাৎ দেখে আমিরের মুদী দোকানের বৈদ্যতিক লাইনের পাশে আগুন জ¦লছে। মহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। খবর পেয়ে স্থানিয় লোকজন এগিয়ে এসে ২ ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইরি মধ্যে ৩টি মুদী, ১টি সেলুন ও ১টি অটো পার্টসের দোকন পুড়ে যায়। দোকান গুলো হলো কাশেম ষ্টোর, আমির হোসেন ষ্টোর, ঈমন ষ্টোর, রিয়াজ অটোপার্টস, আবদুল্লা সেলুন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ মার্কেটেরে মালিক আবদুল মান্নান ও ব্যবসায়ীরা।
সেনবাগ ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার রফিকুল ইসলামর বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌছার আগে পুনরায় জানানো হয় স্থানিয় লোকজনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে। সকালে জেলা একটি টিম সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।
Like this:
Like Loading...
Share News