সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবি এবং নির্বাচন কমিশন ঘোষিত তফশিল বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল পালন করবে দলটি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।