
দেশজুড়ে এলডিপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ই আগষ্ট দিবাগত রাত আনুমানিক ১০ ঘটিকায় সোনাইমুড়ি উপজেলার ৯নং দেউটি ইউনিয়নের এলডিপির সদস্য মাইনুদ্দিন (৩০) এর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা নিজেদের পরিচয় গোপন রাখতে হেলমেট ও ম্যাস্ক পরে হামলা চালাচ্ছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে! গত ১৮ ই আগস্ট রবিবার আনুমানিক রাত ১০ টার দিকে সোনাইমুড়ি দেউটি ইউনিয়নের এলডিপি সদস্য মাইনুদ্দিনের উপর অতর্কিত হামলা করে মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা। তারপর হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়দের ভাষ্যমতে, বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় সাদা মাইক্রোবাস নিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী মাইনুদ্দিনের পথ রোধ করে হঠাৎ আক্রমণ করে। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ধারালো ছুরি ও চাপাতি দিয়ে মাইনুদ্দিনকে মারাত্মকভাবে আহত করে। পরে আশপাশের মানুষ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তারা আরও জানায়, মাইনুদ্দিন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের এমন হামলা এবারই প্রথম নয়, এর আগেও তার উপর সোনাইমুড়ির ৯নং দেউটি ইউনিয়নের আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলা করেছে। এলডিপি করার কারণেই তার উপর হামলা হয়েছে তাদের দাবি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সন্ত্রাসীরা দেশে অস্থিরতা তৈরি করতে এসব হামলা চালাচ্ছে।
Like this:
Like Loading...
Share News
Very good https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Awesome https://is.gd/N1ikS2
Good https://is.gd/N1ikS2