• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:

আগামী ১১ই নভেম্বর সেনবাগ উপজেলার কুতুবের হাট ব্যবসায়ী কমিটির নির্বাচন

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

 

আশরাফুল আলম সুমন (সেনবাগ)

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ১১ই নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালীর সেনবাগের ৯নং নবীপুর ইউনিয়নের অন্তর্গত কুতুবের হাট বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন।

২৭০ জন ভোটারের মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক সহ সর্বমোট ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ২৫ জন। সভাপতি পদে প্রার্থী হয়েছেন ০২ জন, সাধরণ সম্পাদক পদে ০৩ জন, সহ-সভাপতি পদে ০৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ০৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ০৩ জন, কোষাধ্যক্ষ পদে ০৩ জন, দপ্তর সম্পাদক পদে ০২ জন, প্রচার সম্পাদক পদে ০২ জন, সদস্য পদে ০৪ জন।


আগামী ১১ই নভেম্বর সেনবাগ উপজেলার কুতুবের হাট ব্যবসায়ী কমিটির নির্বাচন

প্রতীক বরাদ্ধ দেওয়ার পর ০১ নভেম্বর বুধবার সন্ধ্যা কুতুবের হাট বাজার ব্যাবসায়ী কমিটির অফিস কক্ষে ০৩ জন নির্বাচন কমিশনার ও ২৫ জন প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী বিধি সংক্রান্ত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এর পক্ষ থেকে সভার রেজুলেশন পাঠ করেন সহকারী নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন। পরে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি বলেন -সেনবাগ থানার অফিসার ইনচার্জ, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিকরা সহ প্রশাসনের সার্বিক উপস্থিতিতে অবাধ, সু্ষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হবে কুতুবের হাট বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন ২০২৩,

ব্যবসায়ীরা যোগ্য প্রতিনিধির হাতে নেতৃত্ব তুলে দিতে ও নির্বাচনকে সাফল্যমন্ডিত করতে তিনি সকল ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন।

সরেজমিন ঘুরে দেখা যায় প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া চাইতে কেউ কেউ বাজারেে প্রচার মাইকিং কেউ আবার পোস্টার লাগানো কাজে ব্যস্ত রয়েছেন। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ আনন্দ দেখা গেছে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে দুই সভাপতি প্রার্থী মো: বেলাল হোসেন (দেওয়াল ঘড়ি( ও সামছুল হক (চেয়ার মার্কা) জানান সবাই আন্তরিক কোন সমস্যা হচ্ছে না সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সোহেল কে নির্বাচনী প্রচার করতে দেখা গেছে। ৪ জন সদস্য প্রার্থীর মধ্যে ৩ জন সদস্য নির্বাচিত হবেন এদের মধ্যে মো: রেজাউল করিম রাজু’র টচ লাইট প্রতীক নিয়ে ব্যাপক প্রচার ও প্রচারণা চালাতে দেখা গেছে। আগামী ১১ নভেম্বর ১১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: