আ’ লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ ফারুক এর মনোনয়ন জমা
ডেস্ক নিউজ
আপডেটঃ :
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
ড. মোহাম্মদ ফারুক এর মনোনয়ন জমা
মোঃ মনির হোসেন সোহেল
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে অর্চাড গ্রুপের চেয়ারম্যান, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ- কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ ফারুক।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী) আসনের দলীয় নেতাকর্মীরা তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা, ড. মোহাম্মদ ফারুক ২০ নভেম্বর (সোমবার) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন মুনির, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা আকতার মেরি, নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি জাকির হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরী সুমন, সাবেক ছাত্রনেতা সুমন ভুইঁয়া ও অর্চাড গ্রুপের কর্মকর্তা কামরুল ইসলাম।