চাটখিলে আদালতের রায়ে পাওয়া সম্পত্তি জবর দখলের অভিযোগ
নোয়াখালীর চাটখিলে আদালতের রায়ে পাওয়া সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাফর উল্যাহ নামক এক অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী।
তিনি বুধবার তার নিজ বাড়ি উপজেলার নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল গ্রামের বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ৩০ বছর মামলার পর জাফর উল্যাহ ২০২১ সালে খিতিস চন্দ্র মালাদাদের থেকে ৩ একর ৪৬ শতাংস সম্পত্তি আদালতের মাধম্যমে ফিরে পান। তিনি আদালতের মাধ্যমে বুঝে পাওয়া সম্পত্তি নিজ দখলে নিয়ে চাষাবাদের কাজও করেন। কিন্তু সম্প্রতি তার নিজ এলাকার দেলোয়ার হোসেন ও তার সজনরা জোর পূর্বক ১৫ শতাংশ জমিন দখল করে নেয়।
জাফর উল্যাহ তার জমিন দখল মুক্ত করতে এবং দখল কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।
এই সময় তার কন্যা জাফরিন খান জিনিয়া সহ তার সজনরা উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Share News