• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এর অভিযোগে চেয়ারম্যানকে শোকজ

আকবর হোসেন সোহাগ
আকবর হোসেন সোহাগ
আপডেটঃ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
চেয়ারম্যান আক্তার হোসেন দুলু

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এর অভিযোগে চেয়ারম্যানকে শোকজ

 

নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে নোয়াখালী—২ (সেনবাগ সোনাইমুড়ী আসনের) আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিতে খাদ্য বান্ধব কর্মসূচীর সুবিধারভোগী ৪৯২ জনের কার্ড জব্দ করা সেই চেয়ারম্যান আক্তার হোসেন দুলুকে শোকজ করে নির্বাচন কমিশন।

নোয়াখালী —২(সোনাইমুড়ি আংশিক ও সেনবাগ) আসনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নোয়াখালী—২ (সোনাইমুড়ী অংশ) মোহাম্মদ শাহজাহান মামুন বৃহস্পতিবার দুপুরে স্বাক্ষরিত নোটিশে ঐ বিতর্কিত চেয়ারম্যানকে শোকজ করেন।
চিঠিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আলোচনাও সমালোচনার ঝড় উঠে।

উল্লেখ্য, নোয়াখালী—২ (সেনবাগ—সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলমকে নৌকা মার্কায় ভোট দিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড জব্দ করেন সেই চেয়ারম্যান। কার্ডগুলো স্থানীয় মেম্বারদের মাধ্যমে সংগ্রহ করে নিজের কাছে রেখেছেন সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু।

এ ঘটনায় (১২ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া।

অম্বর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড সংগ্রহ করে আমার কাছে রেখেছি। তবে কেন শোকজ করেছেন তা তিনি জানেন না।

সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্দ শাহাজান মামুন বলেন,লিখিত অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় চেয়ারম্যান আক্তার হোসেন দুলুকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এ প্রসঙ্গে বলেন, সুবিধাভোগীদের কাছ থেকে কার্ড নেওয়ার অভিযোগ শুনেছেন। তাকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দুই দিনের মধ্যে কার্ড ফেরত দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: