নোয়াখালীতে কারাবন্দীদের সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভা
ডেস্ক নিউজ
আপডেটঃ :
সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক মামলায় আটক কারাবন্দীদের সংশোধনের লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা
ইমাম উদ্দিন আজাদ
নোয়াখালী জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক মামলায় আটক কারাবন্দীদের সংশোধনের লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (সোমবার) বেলা ১১ টায় নোয়াখালী জেলা কারাগারের অভ্যান্তরে জেল সুপারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকের কুফল সম্পর্কে মাদক মামলায় আটক ও অভিযুক্ত প্রায় দুইশত কারাবন্দীদের সংশোধনের লক্ষে এ মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করেন।
মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেল সুপার গোলাম দস্তগীর। এ সময় প্রধান আলোচক ছিলেন, নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন ডা: সুমা করসহ মাদকদ্রব্য অধিদপ্তর ও কারাগারের অন্যান্য কর্মকর্তা প্রমূখ।
বকৃতরা বলেন, মাদক হলো সর্বনাশা নেশা। এ নেশা থেকে সবাইকে বেরিয়ে আলোর জগতে ফিরে যেতে হবে। মাদক এমন একটা জিনিস যা কোন প্রাণী খেতে পারে না। যদি খাবারের অংশ মাটিতে পড়ে যায় তাহলে ঐ অংশগুলো পিঁপড়া, মাছি, বিভিন্ন পোকামাকড় খেয়ে ফেলে। কিন্তু কোন মাদকের অংশ যদি মাটিতে পড়ে, তাহলে কোন প্রাণীই খায় না। স্বাস্থ্য বাঁচাতে হলে মাদক থেকে বেরিয়ে আসতে হবে। নইলে এর পরিনাম অনেক ভয়াবহ হবে। আজ যারা এই কারাগারে বন্দী আছে তারা মাদক বিরোধী শপথের মাধ্যমে একজন ভালো মানুষ হয়ে যেন বাড়িতে ফিরে যায়-সেই প্রত্যাশাই রাখছি।