নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার
ডেস্ক নিউজ
আপডেটঃ :
বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার
নোয়াখালীর বেগমগেঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধারসহ গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশের বরাদ্দে জানা যায়, পুরনো ডাকাত দলের সদস্য ইউসুফ কালা, আজাদ এবং সালা উদ্দিন এর নেতৃত্বে কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে নতুন করে ডাকাতদল গঠনের চেষ্টা চালাচ্ছিল। ইউসুফ ডাকাত এর আগেও বেশ কয়েকটি ডাকাতির সাথে জড়িত। সে পুলিশি অভিযানে বিভিন্ন সময়ে নোয়াখালীর বাহিরে ঢাকা, খাগড়াছড়ি, ফেনী পালিয়ে থাকতো এবং সময় সুযোগ বুঝে ডাকাতি করার চেষ্টা চালাতো। এরই ধারাবাহিকতায় ইউসুফ নতুন এবং পুরাতন সদস্যদের সমন্বয়ে নতুন ডাকাতদল সংগঠনের চেষ্টা চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউসুফসহ দলের সন্দহভাজন অন্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে তাদের নজরদারীর আওতায় আনে বেগমগঞ্জ থানা পুলিশ। নজরদারীর একপর্যায়ে পুলিশ সোর্স জানকত পারে এই ডাকাত দলের ৯/১০ জন সদস্য বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নে ডাকাতি করার পরিকল্পনা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানার কয়েকটি টিম জিরতলী ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা এবং নজরদারী বৃদ্ধি করে তল্লাশী পরিচালনা করে। তল্লাশী কার্যক্রমের একপর্যায়ে জিরতলী ইউনিয়নের মধ্য জিরতলী মজু বেপারীর বাঁশ বাগানের ভিতরে সন্দেহজনক শব্দ ও নড়াচড়া নজরে আসলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশি অভিযান টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পিছনের জলাভূমিতে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা চলায়। তখন স্থানীয় জনগনের সহায়তায় পুলিশে অভিযান চালিয়ে ০৪ জন ডাকাতকে বিল থেকে আটক করে। এ সময় ইউসুফ কালার নিকট থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগীতায় পুলিম টিম জানতে পারে একজন ব্যক্তি ভেজা শরীরে পাশ্ববর্তী এক বাসায় ঢুকেছে। খবর পেয়ে তৎক্ষনাৎ সে বাসায় অভিযান পরিচালনা করে ভেজা পরিধেয় বস্ত্র পরিবর্তন করার সময় গিয়াস উদ্দিন নামের ব্যক্তিকে আটক করে পুলিশ। আকটকৃত ডাকাতরাও গিয়াসকে তাহাদের সহচর ও দলের সদস্য হিসাবে সনাক্ত করে। পরবর্তীর্তে গিয়াসের স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক তার বাসা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ফোর্স। গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্ত মোতাবেক ডাকাতদলকে সহায়তাকারী হিসাবে সফিক নামক একজন গ্রেফতার এবং ডাকাতদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত একটি অটোরিক্সা আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ০২টি হাসুয়া, ০২টি ক্রিজ, ০২টি কোরা বাড়াল, ০১টি গ্রিল কাটার, ০১টি প্রাইরেঞ্জ, ০১টি টর্চলাইট উদ্ধার করেছে বলে কর্ত।ব্যরত পুলিশ জানায়। ডাকাতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় আজাদ, ইউসুফ, সালাউদ্দিন মিলে সিএনজি ভাড়া করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ডাকাতি করার জন্য পছন্দমত বাড়ি খুজতো এবং সে ব্যাপারে বিশদ তথ্য সংগ্রহ করতো
। গতকাল রাতেও তারা মধ্য জিরতলী বাজার এলাকার তিনটি বাড়ী (আমির ও সেলিম হোসেন, অলিউল্যাহ, মোখলেছুর রহমান এর—যারা এলাকায় প্রবাসী বলে জানা যায়) কে টার্গেট করে ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল।