আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের কাছে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, টানা তিনবার সুবর্ণচরের মানুষের খেদমত করার সুযোগ হয়েছে এবারও জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান , মাওলা জিয়াউল হক লিটন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান দীপক চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, নাছির উল্যাহসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, একরামুল করিম চৌধুরী টানা তিন মেয়াদে নৌকা প্রতীক নিয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।