নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক্টর ট্রলিচাপায় ভূমিহীন নেতা নিহত
ডেস্ক নিউজ
আপডেটঃ :
শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
নিহত ভূমিহীন নেতা মো ছেরাজুল হক ওরফে খোকন মেম্বার (৫৫)
নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক্টর ট্রলিচাপায় ভূমিহীন নেতা নিহত
মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দ্রুতগতির ট্রাক্টর ট্রলি চাপায় মোটর সাইকেল চালক ভূমিহীন নেতা মো ছেরাজুল হক ওরফে খোকন মেম্বার (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আটকপালিয়া- একরামনগর সড়কের পালোয়ান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ছেরাজুল হক ওরফে খোকন মেম্বার উপজেলার ৫নম্বর চরজুবিলী ইউনিয়নের ১নম্বর চরজুবিলী গ্রামের বাড়ির মৃত ছায়দল হকের ছেলে। তিনি ভূমিহীন সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন ও পরিবার নিয়ে ৫ নম্বর মধ্য ব্যাগ্গা গ্রামে থাকেন।
নিহতের ছেলে সোহাগ বলেন, সন্ধ্যার সময় মোটরসাইকেল নিয়ে স্থানীয় হারিছ চৌধুরীর বাজারে যাচ্ছিলেন । পথে আটকপালিয়া- একরামনগর সড়কের পালোয়ান বাড়ির সামনে আসলে দ্রুতগতিতে একটি ট্রাক্টর ট্রলি চাপায় মোটর সাইকেল থেকে ছিটকে সড়কের পাশের গাছের সাথে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। ঘটনার পর দ্রুতগতির ট্রাক্টর ট্রলি পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁর রক্তাক্ত অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে । সেখান থেকে রাতে ঢাকায় প্রেরণ করা হলে রাত আড়াইটার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কেউ আমাদেরকে অবহিত করেনি।লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।