নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দ্রুতগতির মাইক্রোবাস চাপায় মো. নুরুল হক ওরফে বাচ্চু মিয়া (৫৮) নামের এক পথচারী মুসল্লি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে চরজব্বার- সোনাপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত মো. নুরুল হক উপজেলার ৫নম্বর চরজুবিলী ইউনিয়নের ১নম্বর চরজুবিলী গ্রামের বানুর বাপেরগো বাড়ির মৃত আবদুর লতিফের ছেলে। তিনি সিএইচসিপি আরিফুর রহমানের বাবা।
স্থানীয় বাসিন্দা মো নাছের বলেন, হাতে তসবিহ নিয়ে আজ ফজর নামাজ পড়তে বের হন মো. নুরুল হক । চরজব্বার- সোনাপুর নোয়াখালী মহাসড়ক পার হওয়ার সময় জেলা সদরগামী অভিমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাঁর রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করার পর বাড়িতে নিয়ে যায়।
চরজব্বার থানা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার পর পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছেন। তবে পুলিশ এখনো এলাকায় রয়েছে। সড়ক দূঘর্টনায় কাউকে সন্দেহ না করে পরিবারের লোকজন ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি)’র কাছে লিখিত অনুরোধের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।