আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের একাধিক প্রার্থী। করে যাচ্ছেন ওয়ার্ড ও ইউনিয়নে সরকারের উন্নয়নের সভা, সমাবেশ, বাজারে বাজারে গণসংযোগে উন্নয়নের লিফলেট বিতরণ, মোটর শোভাযাত্রা ও মিছিল। চা দোকানে আলোচনার তুঙ্গে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এদিকে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রয়েছেন বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে।
বাংলাদেশের জাতীয় সংসদীয় আসন ২৬৮ ও নোয়াখালী-১ আসনটি চাটখিল ১ টি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন এবং সোনাইমুড়ী উপজেলার ১টি পৌরসভা ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। স্বাধীনতার পর এ আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ ৪ বার, জাতীয় পার্টি ১ বার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এ আসনে ১৯৭৩ সালে আওয়ামী লীগের নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, ১৯৭৯ সালে বিএনপি’র আবুল কালাম আজাদ, ১৯৮৬ সালে আবারো নৌকার প্রার্থী মাহমুদুর রহমান বেলায়েত, ১৯৮৮ সালে সাবেক মন্ত্রী জাতীয় পার্টির এডভোকেট মাহবুবুর রহমান, ১৯৯১ সালে বিএনপি’র প্রার্থী এডভোকেট সালাউদ্দিন কামরান, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি’র এডভোকেট মাহবুবুর রহমান, ২০০৮ সালে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। এ ছাড়া ২০১৪ ও ২০১৮ সালে বর্তমান এমপি এইচএম ইব্রাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচিত হন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে আসনটিতে সম্ভাব্য প্রার্থীদের ছবি সম্বলিত বিলবোর্ড, প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার এবং বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরে ছেয়ে গেছে অলি-গলি, বাজার, শহর ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থান।
বাংলাদেশ জাতীয় সংসদীয় আসন ২৬৮ ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ হতে একাধিক প্রার্থী রয়েছেন। সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে সভা সমাবেশ করে মাঠ চুষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন প্রত্যাশীরা হলেন- বর্তমান সাংসদ এইচএম ইব্রাহিম এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবদুন নুর দুলাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য, অরচার্ড গ্রুপের চেয়ারম্যান, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা হলেন- জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশিদ।
এ ছাড়া এখানে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন- সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আবদুর রহিম বিশ্বাস।
বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক সাথে কথা বলে জানা যায়, তিনিও এ আসন হতে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা অব্যহত আছে বলে জানান।
Like this:
Like Loading...
Share News