আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে নোয়াখালী (সেনবাগ- সোনাইমুড়ী) আংশিক আসনে বেঙ্গল গ্রুপ ও আরটিভি চেয়ারম্যান মোরশেদ আলম এম পি সহ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করা হযেছে।
বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে মোরশেদ আলমের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ও সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের ভিপি দুলাল, অপর তিন প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের পক্ষে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম পক্ষে আহনাপ আরিফ রহমান, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু মনোনয়নপত্র সংগ্রহ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
Like this:
Like Loading...
Share News