• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:

নোয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মামুনুর রশীদ কিরণ

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
নোয়াখালী (বেগমগঞ্জ)-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ কালে আলহাজ মামুনুর রশীদ কিরণ

নোয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মামুনুর রশীদ কিরণ

 


আবু রায়হান সরকার


 

নোয়াখালী (বেগমগঞ্জ)-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ মামুনুর রশীদ কিরণ। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য এবং বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রবিবার (১৯ নভেম্বর) বেলা ৩ টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার জিহান আল রশীদ, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হল শামসু,শফিউল আজম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল ফারাহ পলাশ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক টিপু, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র তাকিব উদ্দিন চৌধুরী রাকিব, বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী প্রমুখ।

এ সময় সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরণ বলেন, জনগণের ভোটে আমি গত দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বর্তমান সরকার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের সরকার। গেলো ১০ বছরে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে প্রায় ১৫শ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। প্রতিটি রাস্তাঘাট, স্কুল,কলেজ, মসজিদ,মন্দির,মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নতুন নতুন ভবন করে দিয়েছেন শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ঘোষণা দিয়েছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদের আমাকে পুনরায় নমিনেশন দিলে বেগমগঞ্জ উপজেলাকে স্মার্ট বেগমগঞ্জ উপজেলায় রূপান্তর করবো ইনশাআল্লাহ। আমি আশা করছি, এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন। সংসদ সদস্য হলে বেগমগঞ্জ উপজেলায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: