• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:

নোয়াখালী-৪ আসনে আ’লীগের মনোনয়ন ফরম নিলেন এমপি একরাম

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
এমপি একরামুল করিম চৌধুরীর মনোনয়ন ফরম সংগ্রহ


আবদুল মোতালেব বাবুল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর দলের বিভিন্ন বিভাগের নেতাদের সঙ্গে নোয়াখালী-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও তিনবারের সফল সাংসদ একরামুল করিম চৌধুরী।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০.৩০ টায় বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর সকাল ১১.৩০ টায় এমপি একরামুল করিম চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান, সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল মাওলা লিটন, আব্দুল মোমেন বিএইচসি, নোয়াখালী কোর্টের পাবলিক প্রসিকিউটর ও পৌর আ’লীগের সাবেক সহ—সভাপতি এ্যাড. গোলজার আহমেদ জুয়েল, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট। সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী—৪ আসনটি আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। এ আসনটি জেলা শহরের প্রাণকেন্দ্র হওয়ায় পুরো জেলার রাজনীতি এখান থেকে নিয়ন্ত্রিত হয়।

এসময় পৌর আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মজনু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন, আবুল হাসনাত আদনান, সদর উপজেলা নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত, নেয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিদ্দিকুর রহমান সাবু, চর জব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ ওমর ফারুক, চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম রাজীব, চর জুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ খসরু, আন্ডার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম চৌধুরী, বিনোদন পুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু, চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ভুঁইয়া, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আবুল বাসারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: