• শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


শেখ আশিকুন্নবী সজীব


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মহাসড়কের মহিপাল এলাকায় অবস্থিত বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফেনী – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সুগন্ধা পরিবহনের এ বাসটি সড়কের সামনে দাঁড় করানো অবস্থায় ছিল। বাসের সহকারী মো. ফরহাদ জানায়, তারা সারাক্ষন গাড়ীতে ছিলেন। কিন্তু রাত সোয়া ৮ টার দিকে গাড়ি থেকে নেমে একটু বাইরে গেলে দূর্বত্তরা ওই সুযোগে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে, ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে দূর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘শাসক দলের নেতাকর্মীরা আগুন দিয়ে এখন বিএনপির নেতাকর্মীর ওপর দায় চাপানোর চেষ্টা করছে।এটি তাদের নতুন কৌশল। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ সুপার জাকির হাসানসহ উধ্বর্তন পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা নাশকতা ঠেকাতে মহাসড়কে মহড়া দিতে দেখা গেছে। অপরদিকে বিএনপি ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় হরতালের পক্ষে খন্ড মিছিল ও পিকেটিং করার খবর পাওয়া গেছে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে দূর্বৃত্তদের অগ্নি সংযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: