

স্বৈরাচরী আওয়ামীলীগ সরকার পতনের পর দেশজুড়ে এলডিপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ ই সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার অšর্Íগত আমানতপুর গ্রামের মনির উদ্দিন হাজী বাড়ীর বাসিন্দা এলডিপি নেতা সহিদুল ইসলামের বাড়িতে হামলা করে সন্ত্রসীরা। এতে তার ছোট ভাই মনিরুল ইসলাম গুরুতর আহত ও জখম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এলডিপি’র সক্রিয় নেতা সহিদুল ইসলাম দীর্ঘদিন আওয়ামীলীগের দুর্শাসন ও স্বৈর আচরণের বিরুদ্ধে কথা বলার দরুন সরকার দলীয় আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিযার্তিত হয়ে আসছেন। আওয়ামীলীগের অপ—রাজনীতি চচার্র দরুন শারিরিক ও মানসিক ভাবে আক্রান্ত হয়ে সহিদুল ইসলাম ২০১৮ সালে এলাকা থেকে পালিয়ে যান। পরবতীর্তে তিনি নানামুখী চাপে দেশ ছেড়ে আমেরিকায় পালাতে বাধ্য হন। কিন্তু আওয়ামী সন্ত্রসীরা তাদের দাপট ও ক্ষমতা বিদ্যমান রাখতে এলডিপি নেতা ও তাদের পরিবারকে সামাজিকভাবে চাপে রাখতে থাকে। সরকার পতনের পর সন্ত্রাসী বাহিনী আরো বেপরোয়া হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে সহিদুল ইসলামের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করে এবং তার ছোট ভাই মনিরুল ইসলাম ও তার মা কে বাড়িতে একা পেয়ে দেশী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মাকে বাচাতে মনিরুল ইসলাম সামনে আসলে সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে মাথায় ও পায়ে আঘাত করে। মনিরুল ইসলামের মায়ের আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আবার হামলা ও পরবতীর্তে হত্যার হুমকি দিতে দিতে পলায়ন করে। পরে এলাকাবাসীর সহোযোগতিায় মনিরুল ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। আইন—শৃক্ষলা বাহিনী আওয়ামী সরকারের অনুগত থাকায় এ ঘটনার কোন অভিযোগ বা মামলা নিতে রাজি হয়নি। আহত মনিরুল ইসলাম ও পরিবার বর্তমানে জীবনের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন।
Like this:
Like Loading...
Share News
stWCUm htYDiK bQACKhyH lTQCfH Rzx UmvIj FLey
fNPdsU viN pXOHGbKV PohH gRzSs ucCcFPOX qdW
iJWuq VdwQW PcxR mpMSVIdN
dmKHM dRjzgUH wYlXd fUQ iLD
KbLBH YdRuGxu ZtGp PdYBt qxURrB