ভিডিও কনফারেন্সে সরকারি স্থাপনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ডেস্ক নিউজ
আপডেটঃ :
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে
মোঃ মনির হোসেন সোহেল
২ হাজার ২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ বিভিন্ন অধিদপ্তরের বিভিন্ন সরকারি স্থাপনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সরকারি স্থাপনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মাধ্যমে চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্যের রাখেন অর্চাড গ্রুপের চেয়ারম্যান, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডাঃ মোস্তাক আহমেদ এ ছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
চাটখিল উপজেলার ৯ টি প্রকল্পের মধ্যে ৫ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি কমিউনিটি ক্লিনিক, ১ টি আশ্রয় কেন্দ্র ও ১ টি দাখিল মাদ্রাসা রয়েছে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া ও বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক
চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল হক বেগ কমিউনিটি ক্লিনিক ও হাটপুকুরিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।