• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:

রামগঞ্জে জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
রামগঞ্জে জাতীয় পার্টির প্রস্তুতি সভা


আবু তাহের (রামগঞ্জ,লক্ষ্মীপুর)


লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, (১০নভেম্বর) বিকেলে রামগঞ্জ টাওয়ারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে পৌর সভাপতি আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও আল ফারুক হসপিটালের এমডি ফারুক হোসাইন এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, জয়েন সেক্রেটারি মিজানুর রহমান পাটোয়ারী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন শেখ,মহিলা জাতীয় পার্টির সভাপতি বিউটি আক্তার সহ ইউনিয়ন ও পৌর, ওওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মাহমুদুর রহমান মাহমুদ বলেন, আগামী দিনগুলিতে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের মেরুকরন হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় নির্বাচন আসলে জাতীয় পার্টি একধরনের টানা—হেচড়ার মধ্যে পড়ে। একদল টানে এদিকে—আরেকদল টানে ওইদিকে। এ কারনে বর্তমানে আমরা এক ধরনের কান্তিকাল সময় পার করছি। জাতীয় পার্টি এখন একটা ফেক্টর, মানে তুরুপের টার্মকার্ড। আমাদের দিয়ে সবাই সময় পার করতে চায়,ক্ষমতায় যেতে চায়। কিন্তু এবার আমরা বুঝেশুনে কাজ করবে জাতীয় পার্টি। কারো পাতানো ফাঁদে পা দেবেনা জাতীয় পার্টি। এজন্য দলের সকল নেতাকর্মর্ীকে ঐক্যবদ্ধ থেকে আমাদের নেতা জিএম কাদেরের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদের উদাত্ত আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: