• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

রামগঞ্জে দেওয়াল নির্মান করে আইনজীবি পরিবারের রাস্তা বন্ধ করে দিলেন মন্দির কতৃর্পক্ষ

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

আবু তাহের
লক্ষ্মীপুররে রামগঞ্জে আইনজীবি পবিারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মানের অভিযোগ উঠেছে অভয় পাটোয়ারী বাড়ি গৌর দুর্ঘা মন্দির কতৃপক্ষের অর্জুন কর, শংকর রায়, সঞ্জয় বকশী বাপন, শবিু রায়, চন্দন রায়, রতন রায় রাম মজুমদার গংদরে বিরুদ্ধে। উক্ত বিষয়ে লক্ষ্মীপুর দেওয়ানী আদালতে মামলা চলমান থাকলেও ববিাদীগন উক্ত মামলায় হাজরি না হয়ে জোর র্পূবক ভাবে নির্মান কাজ অব্যাহত রেখেছে। ঘটনাটি ঘটেছে আজ (৪ নভম্বের) শনবিার সকালে রামগঞ্জ পৌর আঙ্গাপাড়া অবয় পাটওয়ারী বাড়িতে। এই বষিয়ে ভুক্তভোগী গীতা রাণী রায় গত (৩ নভম্বের) শুক্রবার রামগঞ্জ পৌর মেয়র বরাবর একটি লখিতি অভিযোগ দায়রে করনে।
ভুক্তভোগী আইনজীবী অনুপম পাটওয়ারী বলনে, জোরপূর্বক ভাবে মন্দির কতৃপক্ষ সবাই মিলে পরকিল্পনা করে আমাদরে পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। আমরা এখন গৃহবন্দী হয়ে পড়েছি। আমরা এখানে ৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে প্রায় সাড়ে পাঁচ শতাংশ জায়গার মধ্যে ভবন নির্মান করেছি। দুপাশে জায়গা রেখেই আমরা ভবন নির্মান করেছি। এখন তারা জোর করে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা আইনরে প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনরে সহযোগতিা চাই। লক্ষ্মীপুর আদালতে মামলা চলমান থাকলেও বিবাদীরা উক্ত মামলায় হাজির না হয়ে জোর র্পূবক ভাবে আমাদরে চলাচলের রাস্তাা বন্ধ করে েওয়াল নির্মান করে আমাদের অবরুদ্ধ করে দিয়েছে।
অভযিুক্ত অর্জুন কর, সংকর রায় ও সঞ্জয় বকশি জানান, আমরা আমাদরে বাড়ির মন্দিরের নিরাপত্তা রক্ষার্থে দেওয়াল নির্মান করতেছি। র্পযায়ক্রমে মন্দিরের চারপাশেই দেওয়াল নির্মান করা হবে। যদি তাদের জায়গায় দেওয়াল নির্মান করা হয়, তাহলে আইনানুগ ভাবে যে ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটা মাথা পেতে নেব।
এ বিষয়ে রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুপক্ষকেই ডেকেছি। তারা আসলে সুষ্ঠ সমাধান করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: