রামগঞ্জে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
ডেস্ক নিউজ
আপডেটঃ :
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
রামগঞ্জে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
আবু তাহের
লক্ষ্মীপুরের রামগঞ্জে তফশিল ঘোষণাকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে এবং ৫ম দফার দ্বিতীয় দিনের অবরোধকে সফল করতে ১৬(নভেম্বর) বৃহস্পতিবার সকাল ৮টায় রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। এসময় রামগঞ্জ শহরের বাইপাস সড়ক, রামগঞ্জ—হাজীগঞ্জ সড়কের সোনাপুর চৌরাস্তা,কলেজ গেইট,নন্দনপুর চৌরাস্তা সহ কলাবাগান, সোনাপুর, মৌলভী বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভকারী বিএনপি নেতাকর্মীরা। রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে নির্বাচন কমিশনকে অযোগ্য ও তফশিলকে অবৈধ আখ্যায়িত করে শ্লোগান দেন নেতাকমীর্রা। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মহিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেতা দুলাল হোসেন ও খোরশেদ আলমসহ নেতৃবৃন্দ।