সুবর্ণচরে আগুনে পুড়ে বসতঘর ছাই
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মৃত নূর হোসেনের বসত ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার ( ২৭শে নভেম্বর) সন্ধ্যা সাতটার সময় মৃত নূর হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার সময় পরিবারের এক সদস্য গ্যাস লাইট দিয়ে একটি কয়েল ধরায়, পরে গ্যাস লাইট টি টেবিলের উপরে রেখে কয়েল নিয়ে অন্য রুমে যায়, কিছুক্ষণ পর ওই রুমে আগুনের লেলিহা দেখতে পায় তবে ওই রুমে একটি গ্যাস সিলিন্ডার ও ছিলো, ঘরে থাকা পরিবারের সদস্যরা পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এতে আগুন দ্রুত ঘরের ভিতরে ছড়িয়ে যায়, পরে তারা ঘর থেকে বের হয়ে যায়, খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এতে ঘরে থাকা আসবাবপত্র কিছুই বের করা সম্ভব হয়নি।
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ নুরুন্নবী জানান, খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Like this:
Like Loading...
Share News