দেশে নারীদের গাইনি ক্যান্সার চিকিৎসা সেবায় ক্যান্সার হাসপাতাল উন্নত চিকিৎসা ব্যবস্থা ও জেলা উপজেলায় সরকারী উদ্যোগে বিনামূল্যে জরায়ু ক্যান্সার নির্ণয়ের সুযোগ করে দেয়া হয়েছে । কষ্ট করে ঢাকায় না গিয়ে দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল থেকেই নিজ নিজ জেলায় যেন রোগীরা সেবা পান সে বিষয়ে এটি সরকারীভাবে বিশেষ উদ্যোগ।
ঢাকার
National Institute of Cancer Research and Hospital জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে সারা দেশ থেকে গিয়ে থাকেন অসংখ্য ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা। কিন্তু বেশির ভাগ রোগীই রোগের প্রাথমিক পর্যায়ে যান না । জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে জরারু মুখের ক্যান্সার নির্ণয়ের জন্য -VIA , Pap Smear এবং Colposcopy বিনামূল্যে করা হয়। এমনকি, সবচেয়ে আধুনিক স্ক্রিনিং HPV- DNA test করা হয় সুলভ মূল্যে। জরায়ু মুখের ক্যান্সার ছাড়াও অন্যান্য গাইনি ক্যান্সার রোগের অপারেশন করে থাকেন এখানের দক্ষ বিশেষজ্ঞ গাইনি অনকোলজিস্টরা। সারা দেশে আরও দক্ষ গাইনি অনকোলজিস্ট তৈরির লক্ষ্যে এখানে চালু আছে পোস্ট গ্রাজুয়েশন কোর্স।
বাংলাদেশে নারীদের মধ্যে ২য় প্রধান ক্যান্সার হলো জরায়ু মুখের ক্যান্সার । প্রতি বছর নতুন করে ১২ হাজারের মতো নারীর শরীরে এই ক্যান্সার সনাক্ত হচ্ছে এবং প্রায় ৬ হাজার নারী মৃত্যু বরণ করছেন ।অথচ অন্য ক্যান্সারের তুলনায় জরায়ু মুখের ক্যান্সার খুব সহজে নির্ণয় করা যায়। এমনকি ক্যান্সার হওয়ার অনেক আগেই শনাক্ত করা সম্ভব। বর্তমানে দেশের সকল সরকারি হাসপাতাল, এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এটি নির্ণয়ের প্রাথমিক ধাপটি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, প্রায়ই আরও উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশের ক্যান্সার চিকিৎসকদের জন্য দেশি – বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা কর্মশালার আয়োজন করে থাকে। এবং গত ১১-১৫ নভেম্বর হয়ে গেলো ৫ দিন ব্যাপী – Hands on Training on Gynaecological Oncology.
দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল থেকে গাইনিকলজিস্টরা এসে রোগ নির্ণয়, ম্যানেজমেন্ট প্রোটোকল ও বিভিন্ন জটিল অপারেশন শেখার সুযোগ পেয়েছেন এই ৫দিন। এতে করে ঢাকার বাইরের রোগীরা ও এখন থেকে বিশেষায়িত সেবা পাবেন, পাশাপাশি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপর অনেকাংশে রোগীর চাপ কমবে বলে আশা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও ওয়ার্কশপ কো- অর্ডিনেটর প্রফেসর ডা এম নিজামুল হক ।
Like this:
Like Loading...
Share News