লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মেঘনার অপর পাড়ে আবদুল্লাহর চরে ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে আটকা পড়া ১৬০ কৃষককে উদ্ধার করলো বড়খেরী নৌ পুলিশ।
রামগতি থানাধীন চর আব্দুল্লাহর তরমুজ চাষী লেবার জনৈক হাসান আহমদ জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে জানান ঘূর্ণিঝড় মিধিলি এর প্রভাবে তাদের থাকার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। উক্ত স্থান হইতে আসার মত তাদের নিকট কোন ট্রলার নাই। উক্ত সংবাদের ভিত্তিতে বড়খেরী নৌ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল চর আব্দুল্লাহ চরে দুইটি ট্রলারসহ হাজির হয়। ঘূর্ণিঝড় মিধিলিতে ক্ষতিগ্রস্ত ১৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকলেই সুস্থ এবং স্বাভাবিক আছে। কোন আহত বা নিহত ও নিখোঁজের সংবাদ নাই। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। নৌ টহল অব্যাহত আছে।
Like this:
Like Loading...
Share News