রামগঞ্জে আনোয়ার খানকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল
আবু তাহের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর—১ (রামগঞ্জ) আসনে ফের আনোয়ার হোসেন খানকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোববার রাতেই আনন্দ মিছিল করে তারা। মিছিলটি রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে শুরু হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন খাঁন, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন, সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূইয়া, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন মির্জা, সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুল হক মজিব, সাধারন সম্পাদক মোঃ তছলিম হোসেন,উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার,উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, রামগঞ্জ পৌরসভা আঙ্গারপাড়া ওয়াডের্র কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শুভ, সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান ফয়সাল মাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম অপুমাল, সাধারন সম্পাদক সাজিদ হাসান অভি সহ উপজেলার সকল নেতাকর্মীবৃন্দ।
Like this:
Like Loading...
Share News