• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

রামগঞ্জে নৌকার মনোনয়ন চান দশ আওয়ামীলীগ নেতা

Avatar
প্রতিদিন আমার সংবাদ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

 


আবু তাহের


লক্ষ্মীপুরের রামগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৭৪,লক্ষ্মীপুর—১ (রামগঞ্জ) আসনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক পেতে আগ্রহী হয়েছেন ১০ জন। তাঁরা দলীয় মনোনয়ন পত্র ক্রয় ও জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলাব্যাপী নেতাকর্মীদের সাথে আলোচনা করে জানা যায় এ পর্যন্ত ২৭৪ (রামগঞ্জ) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন – বর্তমান এমপি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ড.আনোয়ান খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম, পৌরসভা মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক এম এ মমিন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবি এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা ব্যারিস্টার তৌহিদুল ইসলাম বাহার, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি শামছুল হক মিজান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও অবসরপ্রাপ্ত কর—কমিশনার সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যাহ।

এ সব প্রার্থীরা বর্তমানে নিজ নিজ কমীর্ সমর্থকদেরকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। এবং দলীয় মনোয়ন পেতে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ রক্ষা করছেন। তাঁরা নিজ যোগ্যতা তুলে ধরে নৌকা প্রতিক পাওয়ার আশাবাদী।

এ দিকে তৃর্নমূলের নেতাকমীর্রা নানা হিসাব নিকাস শেষে, অপেক্ষা করছেন মনোয়ন দৌড়ে কে পান নৌকা সে দিকে। মনোয়ন প্রত্যাশীরা জানান, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে চুড়ান্তভাবে নৌকা প্রতিক দিবেন, তাঁর বিজয়ে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: