আবু তাহের
বিএনপি ও জামায়াতের ডাকে ঢাকা মহানগরে হরতাল চললেও রামগঞ্জ থেকে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সকাল থেকে ঢাকা—চট্টগ্রাম বা চৌমুহুনী ও নোয়াখালীগামী বাস কাউন্টার ছিলো বন্ধ। ছেড়ে যায়নি কোন গণপরিবহন।
বেলা বাড়ার সাথে সাথে ব্যাটারী ও সিএনজি চালিত অটোরিক্সার পাশাপাশি, পিকআপ ও মালবাহী পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে লক্ষ্মীপুর—হাজীগঞ্জ ও চৌমুহুনী—মাইজদিগামী বাস এবং সিএনজি বন্ধ থাকায় যাত্রী সাধারণ পড়েন মারাত্মক দূর্ভোগে। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরের নেতৃত্বে শনিবার রাতে হরতাল বিরোধী একটি মিছিলের আয়োজন করা হলেও আজ রবিবার বেলা ২টা পর্যন্ত হরতালের পক্ষে বিপক্ষে উপজেলা শহরে বিএনপি বা আওয়ামীলীগের কারো কোন মিছিল বা সভা সমাবেশ করতে দেখা যায়নি।
Like this:
Like Loading...
Share News