• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

রামগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১০

Avatar
প্রতিদিন আমার সংবাদ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

রামগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায়
কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১০

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের সংষর্ষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সিরন্দী বাজারে।

সংঘর্ষে সিরন্ধী বাজারের পাটোয়ারী মুদি দোকান,রুবেল ফার্নিচার,এরশাদ হোটেল,ফুসকার দোকান সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এলোপাতাড়ি হামলা চালিয়েছে দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় মোঃ জাকির হোসেন,সফিক মিয়া,তানভির হোসেন,মুরাদ হোসেন, মামুন হোসেন, মোঃ মুন্না,রনক,রাকিব,মুরাদ হোসেন সহ ১০জন আহত হয়েছে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এসআই মনিরুজ্জামান ও এএসআই আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কিশোর গ্যাংয়ের প্রধান ইভটিজার মুরাদ হোসেন ভাদুর গ্রামের বরকন্দাজ বাড়ির মোঃ সফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাদুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর মুরাদ হোসেন,মুন্না,রনক কয়েকজন সিরন্দী মিঝি বাড়ি ও চাইয়ার বাড়ির ৭ম শ্রেনীর ৩ছাত্রীকে বেশ কয়েক মাস থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্তক্ত করে আসছে। পরে ওই ছাত্রীর অভিভাবক এবং এলাকাবাসী কিশোরগ্যাং গ্রুপের প্রধান মুরাদ হোসেন সহ তার সহযোগীদের বিচার দাবী করলে বৃহস্পতিবার দেশীয় অস্ত্রসস্ত্রসহ দলবল নিয়ে মুরাদ ওই ছাত্রীদের বাড়ির পার্শ্ববর্তী সিরন্দী বাজারে গেলে স্থানীয় লোকজনের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই গ্রুপের সংষর্ঘে ১০জন আহত হয়। এসময় মোঃ জাকির হোসেন,সফিক মিয়া,তানভির হোসেন,মুরাদ হোসেন, মামুন হোসেন, মোঃ মুন্না,রনক,রাকিব,মুরাদ হোসেন সহ ১০জন আহত হয়েছে । খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে সংঘর্ষের পর থেকে মুল হোতা ইভটিজার মুরাদ হোসেন পালিয়ে থাকায় তার বক্তব্য জানা যায়নি।

ভাদুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তার জানান,মুরাদ আমাদের ১ শেনীর ছাত্র। সে একটু উশৃংঙ্খল প্রকৃতির। কিছুদিন আগে টেষ্ট পরীক্ষায়ও ফেল করেছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। আর সংঘর্ষটি বিদ্যালয়ের বাহিরে হওয়ায় আমি বেশী কিছু জানিনা। পুলিশও নাকি ঘটনাস্থলে এসেছে। তারা বিস্তারিত বলতে পারবে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আমি এখনো কোন অভিযোগ পাইনি। ভূক্তভোগী ছাত্রীর অভিভাবকরা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: