সেনবাগ উপজেলায় এক শত পনেরটি উন্নয়ন প্রকল্পের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন সরকারি ভবনের উদ্বোধন
জাহাঙ্গীর পাটোয়ারী
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক শত পনেরটি উন্নয়ন প্রকল্পের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন সরকারি ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুেও আনুষ্ঠানিকভাবে প্রায় এক শত ষাট কোটি টাকা ব্যায়ে এ সব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী—২ (সেনবাগ— সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম।
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে সেনবাগ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যেও মধ্যে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা পলিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলার ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, সেনবাগ পৌর আওয়ামীলীগের সভাপতি আা.স.ম জাকারিয়া আল মামুন, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।