• শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:

আল ফারুক ইসলামী একাডেমির উদ্যেগে শিক্ষা প্রদর্শনী

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

আল ফারুক ইসলামী একাডেমির উদ্যেগে শিক্ষা প্রদর্শনী


মনির হোসেন সোহেল


বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক ইসলামী একাডেমির আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আজিজ সুপার মার্কেট মাঠে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) কচি কাঁচা শিশুরা বিভিন্ন বাংলা, ইংরেজি, আরবী, উর্দু, সাংস্কৃতিক ও সচেতনতামূলক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়াতুল উলুম আল ইসলামীয়া মাদরাসার পরিচালক মাওলানা মুফতি হারুন ইজহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল ফারুক ইসলামী একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল নোমান, জামিয়া দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ,  জামিয়া ওসমানীয়ার নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ ও চাটখিল উপজেলা মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আহমাদী।
আল ফারুক ইসলামী একাডেমির ২০০২ সাল থেকে শুরু হয়ে অদ্যবদি কয়েকটি শাখায় প্রায় ৭৫০ জন শিক্ষার্থী, ৭০ জন শিক্ষক ও কর্মচারীর সমন্বয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি বাংলা, আরবী, নুরানি, হিফজুল কোরআন, কিতাব, কিন্ডারগার্টেন শিক্ষার সমন্বয়ে বিগত বছরগুলোতে অত্যান্ত সুনামের সাথে ফলাফল প্রশংসনীয়। এবার ও প্রতিষ্ঠানটি থেকে ১০ জন শিক্ষার্থী কোরআনে হাফিজ হেফজ সম্পন্ন করেছেন এবং পাগড়ি প্রদান করা হয়। আলোচনা শেষে উপস্থিতিদের নজরকাঁড়া কচিকাঁচা শিক্ষার্থীরা জানাযার নামাজের দৃশ্য অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন। যা একজন মুসলমানকে হৃদয়ে অনুভূতি জাগ্রত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: