• মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:

একরাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করলেন নির্বাচন কমিশন

আকবর হোসেন সোহাগ
আকবর হোসেন সোহাগ
আপডেটঃ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

একরাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করলেন নির্বাচন কমিশন

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী নোয়াখালী ৪ আসনের সংসদ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকায় নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপীল শুনানীর এ রায় ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ।

জানা যায়, এর আগে মনোনায়নপত্র যাচাই বাচাই শেষে একরাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন নোয়াখালী জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্ত্রীর আয়বহিঃবুত সম্পদের হিসাব দাখিল না করা মর্মে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর মনোনয়ন বাতিলের জন্য আপিল আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি এড. শিহাব উদ্দিন শাহিন।
সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান সত্যতা স্বীকার কেও বলেন, একরাম চৌধুরী একজন জনপ্রিয় মাটি ও মানুষের নেতা। তার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করেছে নির্বাচন কমিশনার। তিনি চতুর্থ বারের মত নৌকার প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হবেন।

এ বিষয়ে এড.গুলজার আহমেদ জুয়েল জানান, একরামুল করীম চৌধুরীর স্ত্রী নিজে একজন উপজেলা চেয়ারম্যান এবং সরকারের নিয়মিত টেক্স হোল্ডার, তাই তার আয়ের হিসাব দেওয়ার প্রয়োজন নেই বলে আপীল আবেদন খারিজ করা হয়েছে। রায়ের খবর পৌছা মাত্র ফেইজবুকসহ সোশাল মিড়িয়ায় তা ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, নোয়াখালী—৪ আসন একসময় বিএনপি’র ঘাঁটি বলেই পরিচিতি ছিল। দীর্ঘ ২১বছর পর ২০০৮ সালে এ আসন পুনরুদ্ধার করেন একরামুল করীম চৌধুরী এমপি।

সেই থেকে এ আসনটি আওয়ামীলীগের নিয়ন্ত্রণে। সাধারণ জনগণ এবং তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার কারণে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের রাজনীতির প্রাণ পুরুষ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪র্থ বারের মতো একরাম চৌধুরীকে আবারো নৌকার মনোনয়ন প্রদান করেন। এ আসনে মোট ৯ জনপ্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

সর্বশেষ আওয়ামীলীগ দলীয়প্রার্থী, স্বতন্ত্রী প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: