নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশিজনদের নিয়ে মতবিনিময় সভা
যানজট নিরসনকল্পে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ৪ লেনে প্রকল্পের অংশিজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিয়ন সভায় সড়ক ও জনপদ বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী জেলা পরিষদ, পল্লী বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: শফিউল আলম, নোয়াখালী সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশরী রানা প্রিয় বড়য়া, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো: জসিম উদ্দিন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাংবাদিক আবুল হাসনাত বাবুল প্রমুখ।
মতবিনিয়ম সভায় নোয়াখালী জেলা সদরের সোনাপুর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ল সড়ক ৪ লেনে উন্নীতকরণসহ বাংলা বাজার সুবর্ণচর উপজেলা সদর সড়ক উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
Like this:
Like Loading...
Share News