• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
সুধারাম মডেল থানার সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে—২০২৩ এর শুভ উদ্বোধন

আবদুল মোতালেব বাবুল
‘পুলিশ—জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে—২০২৩ উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে সুধারাম মডেল থানার সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে—২০২৩ এর শুভ উদ্বোধন করেন নোয়াখালী—৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় জানান মো:শহীদুল ইসলাম,(পিপিএম—বার), পুলিশ সুপার,নোয়াখালী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন চৌধুরী জেহান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, (চাটখিল সার্কেল) নিত্যনন্দন দাস,সহকারী পুলিশ সুপার, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বক্তাগণ শহরে—গ্রামে, পাড়ায়—মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সভায় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেছেন, আমাদের সমাজে কিশোর গ্যাং সদস্যদের তৎপরতাসহ নানান অপরাধ দমনে পুলিশের সাথে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অপরাধ শূন্যের ঘরে নিয়ে আসতে চাই। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সাথে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: