ডায়াবেটিস হাসপাতালের সামনে বিভিন্ন স্টল ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন সেবা নিয়ে ডায়াবেটিস মেলা
আকবর হোসেন সোহাগ
নোয়াখালীতে আলোচনা ও বর্ণাঢ্য র্যিালি ও ডায়াবেটিস মেলার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। নোয়াখালী ডায়াবেটিস সমিতির আযোজনে ডায়াবেটিসের ঝুঁকি এবং প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার সকালে হাসপাতাল সড়কে ডায়াবেটিক হাসপাতাল থেকে র্যালি বের হয়ে শহরে প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে সমিতি কার্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার শহিদুল ইসলাস ও সিভিল সার্জন মাসুম ইফতেখার, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এ বি এম জাকারিয়া, ডিায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক ফিরোজ আলম আজাদ, লায়ন্স ক্লাব অব নোয়াখালী গ্রেটারের জোন চেয়ার পারসন ডা. এম এ কাশেম ও লায়ন্স ক্লাব অব নোয়াখালী গ্রেটারের কর্মকর্তা ও সিটি হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর এ এস এম শহীদ উদ্দিন শিপন সহ ডায়াবেটিস হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাগণ।
এ উপলক্ষে ডায়াবেটিস হাসপাতালের সামনে বিভিন্ন স্টল ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন সেবা নিয়ে ডায়াবেটিস মেলা অনুষ্ঠিত হয়।