• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:

নোয়াখালীতে স্বাচিপ’র আহবায়ক কমিটি নিয়ে চিকিৎসকদের দুই পক্ষের মুখোমুখি অবস্থান

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

আবদুল মোতালেব বাবুল

নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চিকিৎসকদের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। একপক্ষ অপরপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। তাদের পরস্পর বিরোধী অবস্থানের কারণে জেলায়কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও এখন দুই শিবিরে বিভক্তশুক্রবার (২৭ অক্টোবর)দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপের)নব গঠিত জেলা আহবায়ক কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির আহ্বায়ক ডা.এফ এম শাহাদাৎ হোসেন (রোমেল) ও সদস্য সচিব ডা. আবদুস সাত্তার ফরায়েজী। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, গত ১৮ অক্টোবর স্বাচিপের ৬ বছরের মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিলকরে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কিন্তু বাতিল কমিটির নেতাদের প্রত্যক্ষ মদতে সম্মিলিত চিকিৎসক পরিষদ ব্যানারে মানববন্ধন করে নতুন আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে সাবেক কমিটির সদস্যরা অশালীন ও করুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ান। বর্তমান কমিটি মেয়াদউত্তীর্ণ কমিটির টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ও বদলি বানিজ্যের প্রতিবাদ জানায়। এসময় নব গঠিত কমিটির সদস্য ডা. এম এ রহিম, ডা.স্বপন দাস, ডা. পার্থ সারথী মজুমদার, ডা. মো. মমিনুল ইসলাম, ডা. এনামুল কবির ও নুসরাত শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে, গতকাল বৃহস্পতিবার নব গঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে জেলায় কর্মরত চিকিৎসক ওস্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ব্যানারে সাবেক কমিটির নেতা ডা. ফজলে এলাহী ও ডা.মাহবুবুর রহমানের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ দীর্ঘদিন থেকে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু গত ১৮ অক্টোবর কেন্দ্রীয় কমিটি জেলার কারো সঙ্গে আলোচনা ছাড়াই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালীতে স্বাচিপের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর থেকে চিকিৎসকদের সংগঠন স্বাচিপের নোয়াখালী জেলা শাখার নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: