• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:

ফেনীতে রিক্সাচালকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩



 

 

 

 

 

 

 

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী

রবিবার দুপুরের দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে ফেনী পৌর রিক্সা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আইন মেনে চলা- রিক্সাযাত্রীদের সাথে ভালো ব্যবহার করা প্রত্যেক চালকের দায়িত্ব।পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়া মেনে রিক্সা ভাড়া পরিশোধ করা যাত্রীদের দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন,পৌরসভা রিক্সা ভাড়ার তালিকা করে দিয়েছে, তা মেনে চলতে হবে। যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে, সম্মান করেও বাড়তি ভাড়া আদায় করা সম্ভব। এসময় তিনি যানজট নিরসনে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

সমাবেশের আয়োজন করে ফেনী পৌর রিক্সা মালিক সমিতি।
সমাবেশে অংশ নেওয়া রিক্সাচালক আহসান উল্ল্যাহ বলেন, শহরে রিক্সা চালাতে গিয়ে অনেক সময় যাত্রীদের সাথে আমাদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। যেকারণে পৌরসভা আমাদের নির্দিষ্ট ভাড়ার তালিকা করে দিয়েছে।
ফেনী পৌর রিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
এসময় জেলা শ্রমিক লীগের সভাপতি জালাল উদ্দিন হাজারীসহ সাংবাদিক, পৌর রিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ ও শহরের রিক্সাচালকরা উপস্থিত ছিলেন। সমাবেশ উপলক্ষে রিক্সাচালকদের একদিনের ভাড়া মওকুফ করে দেন রিক্সা মালিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: