• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:

রামগঞ্জে শিক্ষককে প্রহার করে হাসপাতালে পাঠালেন বিদ্যালয়ের সভাপতি

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
হামলার শিকার সহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লাল

রামগঞ্জে শিক্ষককে প্রহার করে হাসপাতালে পাঠালেন বিদ্যালয়ের সভাপতি


আবু তাহের


লক্ষ্মীপুরের রামগঞ্জে মোঃ কামাল উদ্দিন বিল্লাল নামের এক সহকারী শিক্ষককের উপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন। ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর ১১টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের মধ্য মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে। পরে সহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লালের মাথা ফেটে যাওয়ায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। আহত শিক্ষক কামাল উদ্দিন বিল্লাল মাছিমপুর গ্রামের তৈয়ারী বাড়ির মৃত ফজলুল হকের ছেলে ও বিদ্যালয়ের সভাপতি ফারুক হোসেন একই গ্রামের আইচের বাড়ির মৃত মোহাম্মদ উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লাল প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের আসেন। এর পরেই সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম ফারুক হোসেন অফিস কক্ষে প্রবেশ করেই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সামনেই সহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লালের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে সভাপতি ফারুক দ্রুত ঘটনাস্থ থেকে পালিয়ে যায়।

আহত শিক্ষক মোঃ কামাল উদ্দিন বিল্লাল জানান, সভাপতি ফারুকের সাথে আমার সাথে কোন বিরোধ বা ঝামেলা ছিলোনা। কেনো আমার উপর এমন নির্মম ভাবে হামলা করলো তা আমার মাথায় আসে না। আমি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবি করছি।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম ফারুক হোসেন জানান, এটা একটা অনাকাঙ্খিত ঘটনা। এজন্য আমি অনুতপ্ত। আমিতো মানুষ,ফেরেশতা নয়। ভূল হতেই পারে। ঘটনার পর পরই বিষয়টি সমাধানের জন্য শিক্ষক বিল্লালের বাড়িতে গিয়েছি। কিন্তু কাউকে পাইনি। প্লিজ পারলে আপনি সমাধান করে দিন। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে লেখালেখির দরকার নেই।

প্রধান শিক্ষক মৌসুমী আক্তার জানান, কিছু বুঝে উঠার আগেই ঘটনাটি ঘটে গেলো। পরে আমিসহ অন্য শিক্ষকরা মিলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তবে শিক্ষকের উপর হামলা দুঃখজনক।

রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ ও সাধারন সম্পাদক আফরোজা আক্তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানান, ম্যনেজিং কমিটির সভাপতি ফারুকের বিরুদ্ধে বিধিমোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছি।
রামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন জানান,খবর পেয়ে আমরা সকল কর্মকর্তাবৃন্দ হাসপাতালে গিয়েছি। শিক্ষকের উপর হামলার ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ থানা অফিসার ইনাচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, শিক্ষকের উপর হামলা অত্যান্ত দুঃখজনক। অভিযোগ পেলে ম্যানেজিং কমিটির সভাতির বিরুদ্ধে প্রযোজনীয় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: